দুরন্তপনা ছোট্ট শিশু
হেলে দুলে চলে গাল ভরে হাসে
এদিক ওদিক চায় অবাক বিশ্বয়
আবার মায়ের কাছেই ফিরে যায়।
সবাই আদর করে ভালোবাসে
ভালোবাসে শিশুকে শিশুর মায়।


শিশুটাও ভালোবাসে তার মাকে
এটা সেটার বায়না নিত্য চেয়ে দেয় ধরনা
সবকি তবে পাওয়া যায়।
না পেয়ে ওমনি কান্না কে তবে থামায়।
মা ও মাঝে মাঝে কিছুটা বিরক্ত হয়ে
একটু শাসন বা দেয় ধমকানি।
তবু কাঁদতে কাঁদতে শিশু
মায়ের কোলেই মাথা গোজে শান্তি খোজে,
মান অভিমান ভুলে।


এমনি করে যদি শিশুর মত করে
কি পেলাম বা না পেলাম মান অভিমান ভুলে
সকল মানুষকে ভালোবাসা যেত,
বিশ্বব্যাপী হানাহানি আর হিংসার অগুন নিভে
সুভাসিত ফুলের হাঁসি ধরনী বুঝি পেত।