আমি সত্য পথে জড়ো করি
           তুমি ভাগাতে বাজাও বাঁশি
আমি ডকি বাঁচিবার তরে
           তুমি ধরবে লাগাতে ফাঁসি।


আমার আছে মজবুত ঈমান
              তোমার  আছে লাঠি
জীবনকে মেরে মৃতকে বাঁচাও
              জ্বালিয়ে ধুপকাঠি।


তোমার তিক্ত বাঁশির সুরে
              আমার চোখে অশ্রু ঝরে
আমার রক্তে রঞ্জিত মাটিি
            উৎসব চলে তোমার ঘড়ে।


শাসনতন্ত্র তোমার হাতে
            বাঁশি দিয়ে তাই করছো দমন
এই বাঁশি তোমায় ফাঁসিয়ে দেবে
            সেদিন তমি কাদবে এমন।।