মন যা চায় তা না পায়
যা পায় তা না চায়
কখনো মন উঁচুতে উঠতে চায়
আবার কখনো বা নিচুতায়,
কখনো কাছে কখনো দুরে
গান গেতে চায় সুরে সুরে।
মন চায় শুধু হাসতে
মন চায় ভালোবাসতে
মন চায় শুধু সুখ আর সুখ
তবু মন পায় খুব দুখ।
পাওয়া না পাওয়াতে এমন বৈরী আচরণ
কি এমন তবে আছে কারণ ?
এমনকে সৃষ্টি করেছেন যিনি
সবকিছু বন্টন করেন তিনি
ভাগ্যলিপিতে যার লিখা আছে যা
যে যা পায় সবকিছুই তা।।