কথা দিয়ে কেন তুমি কথা রাখ না
কেনো বলো তা যা তুমি নিজে কর না
উপদেশ দেওয়া যতই সহজ করা কঠিন তা
অন্যের ভুলচুক ধরতে পটু নিজের বেলা না ।
পরের টাকা খরচ করতে লাগে মজা যা,
কষ্ট করে আয় কারা ততো সোজা না।
কখনো মেঘ যত গর্জে ততো বর্ষে না
ফুলবাগানে পুষ্প ফোটে সাগর তটে না ।
বিপদে না পরলে বন্ধু যায় কি চেনা,
কথায় আছে কষ্ট ছাড়া কেষ্ট মেলে না।