আজ হতে পঞ্চাশ বছর আগে
কলঙ্কময় কালো রাতের আধার চিরে
সাহসী বীর বাঙ্গালী উঠলো জেগে
ছিনিয়ে আনতে লাল সুর্য ফিরে।


জেগেছিলো তারা জবরদখল ষোষণ নিপীড়ণ দমনে
ন্যায় বিচারের আশায়
মনের কথা আকপটে বলিবে বলে
সমবেত হয়েছিল এক পতাকায়।


বাংলার সবুজ মাঠ নদী পাহাড়
রক্তে হলো রঞ্জিত
স্বাধীন হতে শত মায়ের বুক
অশ্রুজলে হলো শিক্ত।


স্বাধীনতা আজ প্রশ্নবিদ্ধ
কলঙ্কিত হলো এদিন আবার রক্তে
পঞ্চাশ বছর পর একই প্রেক্ষাপটে
প্রতিবাদ মিছিল, দেখছি মানুষ মরতে।।