খাচায় থাকা পাখি
তুমি বন্ধি নও তুমি স্বাধীন
আহারে তোমার অভাব হবে না
আমি দেবো খাবার নিত্যদিন।


তোমার কন্ঠে যত আছে সুর
যত পার গাও
উড়িবার চেষ্টায় নিষ্ফল
যতই উড়িতে চাও।


মিছে কেন উড়িবার চেষ্টা কর
বাইরে আছে কত ভয়
আমি তোমায় সব দিচ্ছি
তবে কেন এত সংশয়।


খাচায় যদি থাক তবে
সুখেই তোমার কাটবে দিন
বিরক্ত তোমায় করবেনা কেউ
চিরদিন তুমি থাকবে স্বাধীন।।