কেউ দেয় কেউ পায় এমন ধারা বহমান
এরুপ রীতি ধরায় প্রভুর দেওয়া ফরমান,
তবু অবুঝ না বুঝে করে আবদ্ধ
মহুর্মুহু আঘাত হানে নিস্তব্দ
হৃদয় ভাঙ্গার সে শব্দ শোনা যায় না
তা বোঝেনা বুঝানো যায় না।।


আকাশ ভারী সহসা বারী শিক্ত দেহ
অতি কষ্টে উঠে শ্বাস দেখার নাই কেহ
নিজের জীবন বিপন্ন করি
তোমায় বাচাঁবার শপথ করি
প্রতি পদে পদে ভুল বুঝে কর ভর্ৎসনা
তবু বিরামহীন এ ধ্যান এ সাধনা।
তবু বোঝে না বোঝানো যায়না।।


আমি অল্প হতে স্বল্প দানে হই রিক্ত
তুমি অধিক পাবার আশায় রাগে হও শিক্ত
তোমার তিক্ত কথার বিষবানে
হৃদয়ে ছুরির আঘাত হানে
এ পাড় ভাঙে, ও পাড় হয়তো ভাঙবে না!
তাই মিছামিছি স্বপ্নে আঁকি আল্পনা।
তবু সে বোঝে না বোঝানো যায় না।।