লোকে বলে ভালোবাসা আমি দেখি ছলনা
বুঝেতে আমার নেই বাঁকি যে, ভালোবাসা ভালোনা।।


সে যেন বন হরিণী
                দেখতে পেলে যায় পালিয়ে
মিছেই তারে ধরতে ছুটে
                  বনমাঝে যাই হারিয়ে,
আসলে তা পাবার নয় মরিচিকার ছলনা
বুঝেতে আমার নেই বাঁকি যে, ভালোবাসা ভালোনা।।


নিতুই রাতে স্বপ্নে আসে
                 দিনের আলােয় দেখা নাই
জীবন ভরে বাঁধি  তারে
                সে ভাঙে হরহামেশাই
সুখের আশে ঘুরে মরি পাইযে শুধু যাতনা।  
বুঝেতে আমার নেই বাঁকি যে, ভালোবাসা ভালোনা।।