এই যে এখুন জৈষ্ঠমাস
মিষ্টিরসে মধুমাস
কিযে লাগে ভ্যাপসা গরম
তেমন লাগে তৃষ্ণা চরম।
পাকা আমে বাগান ভরা
মধু রসে মিষ্টি চরা।
কাঠাল খাওয়ার পরছে ধুম
তৃপ্তি হবে রাতের ঘুম
আনারস আছে আর কলা
গুনের কথা শেষ হয়না বলা,
খেতে হবে একটুখানি
কোচি কোচি ডাবের পানি
জলে ভরা লিচু জামরুল
আফসোস খেতে করলে ভুল।
এই গরমে স্বস্তি পেতে
বেলের সরবত হবে খেতে,
যদি আরো কিছু চাও
তবে পাবে পেঁপেঁ টাও,
রসে ভরা তরমুজ আর কালো জাম
একটুখানি খেলেই লাগে আরাম।
এমনই সব ফলে ভরা এইমাসে
মিস্টি রসে প্রাণ জুড়িয়ে আসে।।