শত স্বপ্ন পূরণে কত ব্যস্ত কাটে দিন নিত্য
ক্লান্ত শ্রান্ত অশান্ত নব নব আশায় চিত্ত
গড়িয়া ভাঙি ভাঙিয়া গড়ি
উত্তাল নদীর বুকে ভাসাই তরী
জীবনের জয়গান গাই। ভুলিয়া যাই তবে
মৃত্যুর পথে যাত্রী আমরা সবে।


আকাশের বুক চিরে চাঁদকে ছুতে চাই
উচ্চ পর্বত শিখরে আরোহন করি মিছাই।
অহংকারে ঝংকারে উঠাতে নিজের নাম
কিছুতে বাধা নাই হোক তা নিচু কাম
খুন খারাবি রক্ত লাল। কে বাচিয়া রবে?
মৃত্যুর পথে যাত্রী আমরা সবে।


সীমাহীন সাগরপাড় যাই বেলাভূমে
বড় অট্টালিকা রেস্টুরেন্টে থাকি ঘুমে
মদ নেশা সাকি নৃত্য দিয়া
সুখের বেসাতি সদা যাই রচিয়া।
এ জীবন যেন ফুরাবার নয় ।তবু সব পড়ে রবে
মৃত্যুর পথে যাত্রী আমরা সবে।।


আপন সুখ স্বর্গ সাজাতে ভাঙ্গিলে কত মন
লক্ষ টাকায় লাখপতি স্বর্ণ-রুপা কত ধন
তবু আরো অধিক পাবার আশা
চঞ্চল থাকে মন নাহি মিটে তিয়াসা
তবে কতটুকু ভোগ করিলে মন। সাথী কতটুকু হবে
মৃত্যুর পথে যাত্রী আমরা সবে।।


জীবনের এই কর্মযজ্ঞ সাঙ্গ করিয়া
মোহ মায়া ত্যাগে ছাড়তে হবে দুনিয়া
ওপারে জান্নাত গড়িবার তরে তাই
এপারে অধিক পূণ্য আমল চাই
এটাই আসল সফলতা ।ভুলিলে কেমনে হবে!
মৃত্যুর পথে যাত্রী আমরা সবে।।