কালবৈশাখীর তান্ডব লীলার ও হয় অবসান
ধরণীতে বহে নির্মল বাতাস
কালো মেঘ হতে মুক্ত হয় নীল আকাশ।
স্বগৌরবে সুর্য হাসে।
তেমন আমার ও হবে মুক্তি
আর পরাধীনতার সৃংখলার আবসান।


যখন রাতের আকাশে উঠে চাঁদ
দুর হয় আধার দুর হয় কালো
তীব্র শীত শৈত্যপ্রবাহ
গভীর ঘন কুয়াশার হয় অবসান,
যখন বসন্ত আসে।
তেমন আমার ও দুঃখের দিন হবে শেষ
আর পরাধীনতা ‍শৃংখলার অবসান।


আমার মুক্তি হবে আমি মুক্ত হব
মুক্ত পাখি যেমন আকাশে ডানা মেলায়
মুক্ত আকাশ যার সীমানা নাই
বহতা নদীর স্রোত
বর্ষায় যখন জোয়ার আসে
সে জলে যেমন বালিহাস ভাসে,
তেমনি আমি স্বাধীন হব, স্বাধীন।
হবে পরাধীনতার শৃংখলার অবসান ।।