হে, মুসলমান নামাজ পড় জান কি তার হাকিকত
    ফিরাতে কি পারছো তোমায় অশ্লিলতার সৈকত।


    নামাজ তুমি পড়লে বটে সুদ-ঘুষ ছাড়লে না
    জীবণ আয়ু করলে শেষ নবীর পথ চিনলে না
    মানছো কি সকল বিধান প্রভুর দেওয়া হুকুমত।।


   মসজিদে আসলে তুমি পাকা মুসলমান
   দুনিয়াদারীর অনুষ্ঠানে নাই রবের ফরমান
   হালাল হারাম না জেনে যদি কর আয়
   হকদারের হক নষ্ট করে যদি কর ব্যায়
   এমন নামাজির দূর হবে কি কবরের জুলমত।।


   নামাজ তোমার মিরাজ যদি রবের সাথে কথা বলা
   অন্তরেতে আল্লাহর ভয় রুকু-সিজদায় ধীরে চলা
   নামাজ যদি হয় তারাতারি উঠবস করে
   তারতিল ছাড়া ঝড়ের গতিত কোরআন পড়ে
   এমন নামাজের কি ফায়দা হবে কাল-কিয়ামত।।