নারী তুমি কমলমতি
কমল তোমার হৃদয়
নারী তুমি ভুল ভেবোনা ইসলাম যে সম্মান দিয়েছে তা যথেষ্ট নয়।।


না বরং তোমায় যারা ডাকে
অধিকার দেবার ফাঁকে
তোমার সম্মান কেড়ে নিতে চায়
তোমায় ওরা পণ্য বানাতে চায়
তোমার পর্দা দেবে খুলে
তোমার রূপ যৌবন বাজারে তুলে
তোমার নাচ গান অঙ্গভঙ্গি দেখবে
আর কামনার লালসা মিটাতে থাকবে।


একটা প্রশ্ন শোন ও মেয়ে
বিমান বন্দরে দেখ যেয়ে
  গায়ের রং কালো যার
বিমানবালা নিয়োগ হয়েছে কি তার ?
স্বপ্নের মোহ ভেঙে এস ভাবনার ভুবনে
তোমার দেহ কেন দেখায় সকল বিজ্ঞাপনে?


অল্প বয়সে লাবণ্য লাবণী
দেখো চিত্র জগতে তারাই হচ্ছে রানী
কেন বয়সের ছাপ চেহারায় চলে এলে
তোমায় তারা ডাস্টবিনে ছুড়ে ফেলে
নারী তুমি কেন আজ আছ পড়ে সমান হবার তরে
অধিক সম্মান দিয়েছে তোমায় ইসলাম বাহিরে ও ঘরে।


তোমার যা চাহিবা অথবা না চাহিবার
ইসলাম তোমায় দিয়েছে তার চেয়েও বেশি অধিকার
নারী যখন তুমি মা জান্নাত তোমার পদতলে তোমার দুধের ঋণ শোধ হবার নয় সবাই বলে।


তুমি যখন স্ত্রী প্রেম-ভালোবাসা
তোমায় নিয়ে বাঁধে ঘর স্বপ্ন তুমি আশা
ওরা তোমায় কবর দিত ইসলাম তোমায় দিল জীবন
ঘৃণিত পণ্য ছিলে স্ত্রীর মর্যাদা দিয়েছে তখন।


পিতার সম্পদ হতে ভাইয়ের অর্ধেক বোনের আছে
বাকি অংশ পায় স্বামীর কাছে
ছেলে সন্তান উপার্জন করে মায়ে তা পায়
যতদিন জীবন প্রদীপ নিভে না যায় ।
নারীর মর্যাদা ইসলামে আছে আরও কত বর্ণনা কবি বলেন ইসলাম যা দিয়েছে তা স্বল্প না।।