যদি এমন একটি চশমা পেতাম
যে চশমায় কে মানুষ আর কে অমানুষ তা দেখা যায়।
কেন যেন আমার মনে হয়
মুখোশের অন্তরালে কিছু মানুষ দিচ্ছে মানুষের পরিচয়।
লোকালয়ে হাজার মানুষের  ভিড়ে
দেখছি যাদের ঘুরে ফিরে
যেন বাঘ-সিংহ, শেয়াল কুকুর আরো নিচু কিছু নিশ্চয়।।


প্রতিদিন প্রতারণার ফাঁদে
স্বর্বস্ব হারিয়ে কত জন কাঁদে
কেউ চোখের জলে ভাসায় বুক
কেউ মৃত্যুর সাথে গলাগলি করে দেখাতে না চায় মুখ।
প্রতারক এইসব শেয়ালের নাম আমি বলতাম
যদি এমন একটি চশমা পেতাম।


হাজার লোকের ভিড় তবু লাগে যেন একা
এদিক সেদিক খুঁজে পাইনা মানুষের দেখা
সাবধানে পথচলি লাগে অনেক ভয়
কারে কি বলি না জানি কি বিপদ হয়!
কাটে দিন সংকায়
গুণি দিন সংখায়
জানি না সেদিন আসবে কি না ফিরে!
নিঃসংকোচে চলবো আবার মানুষের ভিরে।।