যেদিন ‍ধরায় তোমার প্রথম আগমন
নিষ্কলুষ পবিত্র ছিলো তোমার মন
                  ধীরে ধীরে তুমি এলে যৌবনে
          দুচোখ ভরা নানা রঙের রঙিন স্বপনে।


     স্বপনের সে কুসুমকলি ধরায় ফুটাবে বলে
               কত চেষ্টা কত জল সিঞ্চন চলে
   দুর্জয় দুর্দম হরদম হরদম
করছো অনাচার নির্দয় নির্মম
         অত্যাচার অবিচার নিকৃষ্ঠ পাপাচার
                 কেউ নেই রুখিবে তোমার।


                    যদি কেহ আসে
                   তোমার পথ পাশে
                   থামাতে তোমার দুর্দান্ত পা,টা
তার হৃদয় কাঁচের মত ভাঙ্গো ভেবে পথের কাঁটা।


তবে কি ভাবছো এ পাপ ক্ষণস্থায়ী
                  না বরং তা স্থায়ী।
             বন্যার পরে নদীর চরে পলি যেমন
              হৃদয়ে কাটে দাগ এ গুনাও তেমন।


তুমি হয়তো এধরায় থাকবে না চিরদিন
        তোমার এ পাপ থাকবে অমলিন
         ওপার দনিয়ার পরে
         শেষ বিচারের তরে।


        হয়তো তুমি আরো কিছুকাল পরে
                     কিছু পুণ্য কাজ করেে
                  ইহলোক ত্যাগে মরিবে
    তবে পাপের এ দাগ কেমনে মুছিবে।
        চাঁদের কলঙ্কের দাগ কি মুছে যায়
             পুর্ণিমার রাতে ভরা জোছনায়।।