আলুর দাম বাড়ে
পেঁয়াজের দাম বাড়ে
            বাড়ে মরিচের ঝাল।
বাড়ে না আয়ের চাকা
পকেট হয়ে যায় ফাঁকা
            কিনতে গেলে চাল।।


দাম বাড়ে তেল মসলার
কিনতে ইলিশ লাগে হাজার
             ফলে আছে ফরমালিন।
বেঁচতে পেরে ভেজাল পন্য
কোম্পানি গুলো হচ্ছে ধন্য
        এসব দেখেই যাচ্ছে দিন।।


পাচারকারী টাকা নিয়ে
বাড়ী বানায় বিদেশ গিয়ে
                কাটাচ্ছে দিন সুখে।
গরিব দুঃখী সরল সোজা
মাথায় নিয়ে ‍ঋণের বোঝা
               কাটেনা রাত দুঃখে।।


অফিসে চলে দুর্নীতি ঘুষ
ইয়াবা খেয়ে থাকে বেহুশ
             কে করবে প্রতিবাদ।
মঞ্চ ছেড়ে শিল্পীরা তায়
সংসদে গিয়ে গান গায়
     আর বিরোধীদের নিন্দাবাদ।


এসব দেখে পাড়ার ছেলে
জোড়ছে ব্যাথা পাইছে দিলে
        তাই দিনবদলের দিচ্ছে ডাক।
ঘুম ভেঙে তাই উঠরে জেগে
চোর বদমাস যাবে ভেগে
      এবার রীর-বাঙ্গালী কররে ব্যাক।।