বিবাহ বহির্ভূত সম্পর্কের স্বরুপ প্রতারণা
নেই প্রেম নেই প্রীতি আছে শুধু ছলনা
গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কখনো পরকীয়া
একটি যদিও বাঁধে ঘর হাজারটা দেয় ভাঙিয়া।
মিছামিছি অলিক স্বপ্ন গড়ে রঙিন করে
কামনা বাসনা কুলুষিত লালসা ধরা পরে,
আগ পিছ না ভেবে এপথের পথিক যে ভাই
লালসার আগুনে পুড়ে অঙ্গার হয়েছে সে ছাই।
পত্রিকার খবরে টিভির পর্দায় নিত্য দেখি
পরকীয়ার জেরে হয়েছে খুন বীভৎস সে কি!
কিশোর-কিশেরী,পুর্ন-বয়স্ক,বাদ যায়নি কেহ
সর্বশান্ত হয়েছে কত কুমারী রমণী দিয়ে দেহ।
পতঙ্গের মত তবু ,ছুটছে মানুষ এ মধু পানে
পারিবারিক বন্ধন, টিকবে কি তবে কে তা জানে,
কবে মানুষ পাবে হুঁশ ফিরবে সঠিক পথে
বেহেস্তি প্রেম পাবে আবার নিজ পরিবার হতে।।