নিঝুম রাত, ভুতুম পেঁচার ডাক
কুত্তায় দিল হাঁক
বাড়িময় ভরে গেছে হানাদার পাক
রহিমা ভয়ে ভয়ে দরজা করে ফাঁক
ঢুকে গেল ভিতরে হায়ানার ঝাঁক।


চুলের মুঠি ধরে কয় গাল কাটা রমজান,
কোথায় তোর বাপজান?
রহিমার ভয়ে যায় জান,
কেঁপে কেঁপে কয় জানি না চাচাজান।


এই বিভীষিকা রাতে বাবা ছিল যুদ্ধে,
মা ছিল বিছানাতে পরে,
ছিল না আর কেউ ঘরে,
হায়ানারা তুলে নিল তারে।


এই সেই রমজান, যারে দিয়েছে অনেক ধান-পান,
আজ সেই করে দিল সব খান খান ॥


(৩০/১১/২০১৭)