চাতক পাখি চেয়ে থাকে
আকাশের পানে
এই বুঝি নামে
অঝোর ধারায় বারি;
পান করে পানি
মিটাবে তৃষ্ণা পাবে প্রশান্তি।


শব্দের কারিগর
আশায় থাকে
এই বুঝি আসে
মাস ফেব্রুয়ারি;
মনের কথা আলতো করে
প্রকাশে পাবে শান্তি।


পাঠকেরা সব দলবেঁধে খোঁজে
কোথায় আছে
আমার মনের সাথে
বাহারি কিছু শব্দের গাঁথুনি;
এসেছে আমার ফেব্রুয়ারি।


লেখকেরা সব লিখে যায় মোহে
প্রকাশকেরা তা সোনায় মোড়ে
পাঠকেরা খায় রসে ভরে
ক্ষুধা মিটে পায় মনের শান্তি;
এসেছে আবার ফেব্রুয়ারি ॥


(০১/০২/২০১৮)