কে যায় কে যায়
আমার ছোট্ট নায়;
আলতা আঁকা পায়
লাল শাড়ি গায়
কে যায় কে যায়।


পটল চেরা চোখে
রঙ্গিন করা ঠোঁটে
সূর্য রাঙা টিপে
লাজুক লাজুক মুখে
দেখলে তোমায়
হৃদয় কেঁপে যায়।


লতার মত দেহে
ঘোমটা মুড়া দিয়ে
আড় চোখে চায়;
কে যায় কে যায়
আমার ছোট্ট নায়।


নৌকা আমার হায়
উল্টা কেন যায়?
বৈঠা আমার হাতে
অন্য দিকে টানে!
কে যায় কে যায়
আমার ছোট্ট নায়।


তুমিই আমার পরি
হৃদয় দিয়ে বুঝি
কেন দিলে দেখা
জাগিয়ে দিলে ব্যাথা ;
আমার ছিল ভুল
গেঁথে দিলে শূল!!!


(২৫/০১ /২০১৮)