কোথায় আলতাফ কোথায় হাবিব,
কোথায় মুজিবর কোথায় কবির?
দেখিনা আজ গাঁয়ে গেলে
চাচাতো রোমেনারে,
কথা বলতে পাই না আজ টরটরি সম্পারে।


কাশেম সেলিম লিটন অনু
নেটে ঘেঁটে পাই না তাদের কোন ফটু।
ছিল ওমর খালেক হুমায়ুন আর পবিত্র
গুরুদাস রুহীদাস সুনিল আর হরি,
মাঝে সাঁঝে গোবিন্দের দেখা পাই কাপড়ের গলি।


মাছুম খোকন নীরব আর ফরিদ
মন্নান বাবুল শিমুল আর আতা,
আরো কত নাম শেষ হয় না গোণে
মাঝে মাঝে কথা হয় ফারুকের ফোনে।


আজ গাঁয়ের পথে হেঁটে গেলে
অচেনা সব চোখ চেয়ে থাকে আমার পানে,
জানেনা তারা, একদা তার বাবা
খেলেছে আমার সাথে সকাল সাঁঝে॥


(২৪/০১ /২০১৮)