কেবিনে জায়গা নেই
ব্যাগগুলো সব সিটে
যানজটে ক্লান্ত দেহে
দাড়িয়ে আছি ডেকে।


তারপরও ঠেলাঠেলি
প্রখর রোদ্দুর গায়ে।
চুলগুলো এলোমেলো
জামা জুতো ধুলোবালি
কিছু নেই পরিপাটি
ঘামের গন্ধ গায়ে।


দুদিন সেভ করিনি
খোঁচা খোঁচা দাড়ি
ভেবে নেয় সবাই
আমি এক ঘাটের কুলি।


কেরাণী হাঁকে ভাড়া দাও
ভয়ে ভয়ে বলি
মামা! টাকা দিব কতগুলি,
কর্কশ স্বরে, টাকা তিরিশ দাও গোনি
চুপি চুপি মিটিয়ে এ যাত্রা বাঁচি।


আমি এক ঘাটের কুলি
হয়েছি পোষাকের বলি ॥


(০৩ /০২ /২০১৮)