সেই শিশু কিশোর কালে,
শ্যাওলা ভরা কলাজ্বারা বিলে,
শাপলা শালুকের খোঁজে,
কত ডুব দিয়েছি।


কীর্তিনাশার হাঁটু জলে,
হাটা হাটি করে কত মজা পেয়েছি।
হাটের দিনে ভিড় ঠেলে,
বাজারের এ মাথা ও মাথা ঘুরেছি।
ক্যাম্পাচারের তাবিজ বেঁচার ল্যাকচার শুনেছি।


বর্ষার বিকেলে উপসীর মাঠে
কাদা জল মেখে কত ফুটবল খেলেছি।
আসার পথে ভট্টাইস পুকুরে
ডুবাডুবি করে কাদা সব ধুয়েছি।
মগার পুলে লাফালাফি করে
স্রোতের ভাটিতে খাল ধরে বাড়ি এসেছি।


কত শত স্মৃতি দল বেঁধে মারে উঁকি,
কিছু রেখে কিছু লিখি,
পাহাড় সম রইল বাকি ॥


(৩১/১০/২০১৭)