পাড়ার সেই ছেলেটি, যে কিনা নিষ্কর্মা,
ঘুরে বেড়ায় শুধু বাড়ি বাড়ি,
আর করে আড্ডাবাজী।


একদিন পাশের বাড়ি, শুনলাম আহাজারি,
গিয়ে দেখি, সেই ছেলেটি, হ্যাঁ সেই ছেলেটি,
ভীষণ ব্যস্ত ।
সাপে দিয়েছে কারে ঘা,
এনেছে ওঝাঁ,
বাকিটা সামলাচ্ছে একা।


আরেকদিন দু’বাড়ি পাশে,
কে যেন চাপা পড়েছে বাসে,
গিয়ে দেখি হাসপাতালে,
সেই ছেলেটি, হ্যাঁ সেই ছেলেটি,
করছে ছুটাছুটি ।
ঔষধ, পথ্য, ডাক্তার,
সব কাজই যেন তার একার।


একদিন রাস্তায় হাঁটার পথে,
দেখি এক জটলা মাঝে,
সেই ছেলেটি, হ্যাঁ সেই ছেলেটি
খাওয়াচ্ছে এক অসহায় শিশুকে,
যে কিনা হারিয়ে গেছে।


এক বিকেলে খবর আসে,
কে যেন পরে আছে রাস্তার পাশে,
গিয়ে দেখি সেই ছেলেটি, হ্যাঁ সেই ছেলেটি
কারা যেন লাশ করে
ফেলে রেখে গেছে
সে ছিল নাকি ভুল মতাদর্শী।


এই যদি হয় ভুল মতাদর্শীর কাজ,
তাহলে আমিও আজ
নিলাম সেই মতাদর্শীর সাজ॥


(২৮/০৮/২০১৭)