ছেলে বৌ যুবা বুড়ী
দল বেঁধে সব ছুটেছে বাড়ি,
আছে কোন পার্বণ?
ঈদ নাকি বৈশাখী?


জায়গা নেই বোটে
তিল ধরে না রেলে
বাসে বাসে ঠেলাঠেলি
রাস্তাগুলো সব ঠাসাঠাসি।


হাতে কাঁধে পোঁটলা
ফেরিঘাটে জটলা
বাঁধা কিছু তরী
তাই ঠেলে উঠে যায়
দু পায়ের গাড়ি
জীবনের দাম যেন সোয়া দুই কড়ি।


আছে কি বাড়ি?
মা নেই বাবা নেই
তারপরও টানে কেন নাড়ি?
জীবনের দাম যেন সোয়া দুই কড়ি॥


(০৬/০২ /২০১৮)