ওই আলো পৌষের পথে প্রার্থনা করি
আলোর কাছে আমি যেন এক নদী
তুমি কি সেই জীবন্ত জ্যোতির্ময়ী
তাহলে ধরো হাত
নিয়ে চলো  চৈতন্যের উচ্চস্তরে


তোমার অশেষ কৃপা  তুমি যে মা
অনুতে পরমানুতে পরমা-প্রকৃতি
চিদানন্দ ভাবে তুমি-ই সারদেশ্বরী সরস্বতী
মুগ্ধ বিস্ময় চেয়ে থাকা
আমার আকাঙ্খিত দু চোখ
ঠাকুরকে বোলো আবার এসে যেন বলে
তোমাদের চৈতন্য হোক ।।