কোনো কিছু করতে না পারা
আমাকে এক বিষন্নতার  
ক্যাকটাস ঘিরে ধরেছে
আমি যখন স্বপ্নকে ছুঁতে চাই
তখন কে যেন আমায় বলে
শুধুই অর্কিড হয়ে লাভ কী


এমন স্বপ্ন ছুঁতে পারো না
সমস্ত পাহাড় হতে ঝরনা
আনন্দ মদিরায় নেমে আসবে
তোমার সৃষ্টি রচনায়


দেবদারু পাইন নীল নীলিমায়
সবুজ বনানী ছায়া ফেলে যাবে
তোমার কবিতার আঙিনায়
ঝাঁকে ঝাঁকে মেঘ ভেসে যাবে
ছু্ঁয়ে যাবে তোমার চোখের পাতা
ছু্ঁয়ে যাবে তোমার ঠোট
চিবুক বেয়ে ছুঁয়ে যাবে মনের ব্যাকুলতা
দু-হাত ভরা হিমের অঞ্জলি পরশ দিতে
ভোরের কুয়াশায় স্নাত হয়ে না হয় আসলে


এমন স্বপ্ন ছুঁতে পারো না
সমুদ্রের গভীরতা হতে পাঞ্চজন্যে
যে তোমার স্বপ্নকে বরণ করবে
শুদ্ধতার পথের  সঙ্গী হবে
যে ঝিনুক মুক্তাধবল
শুদ্ধতার  নির্মল স্ংকেত হতে ভালবাসার
অনন্য রিদিম তোমার প্রেরণার
পবিত্র আত্মহোমে নিজেকে প্রবাহিত করে
প্রফুল্লিত করে সেই স্পর্শ প্রবলতাকে
না হয় ব্যক্ত করলে


এমন স্বপ্ন  ছুঁতে পারো না
যে স্বপ্নে তোমার কুমকুম ললাট সিঁথি ছুঁয়ে
প্রণয় কুসুম মিশে যাবে পলাশের ফাগে
সুগন্ধি আতর সুবাস বয়ে যাবে গোলাপের ফুল বাগে
যে তোমার পবিত্রতায় আলর পিদিম জ্বালে
তাকে না হয় আরো ভালবাসলে


এমন স্বপ্ন  ছুঁতে পারো না
যে তোমার চঞ্চলতাকে স্নিগ্ধ করে
তোমার উদারতাকে স্পর্শ করে
দুঃখকে সমবেদনায় গ্রহন করে
তোমার নৈতিকতায় প্রগাঢ় ভাবে বিশ্বাস করে
যে তোমার লজ্জাকে সন্মান জানায়
তার জন্যে একটু না হয় ভাবলে


এমন  স্বপ্ন ছুঁতে পারো না
যার আবির্ভাবে সব যন্ত্রনার সহিষ্ঞুতায়
স্বপ্নের প্রবাল ছুঁয়ে যায়
এমন সান্নিধ্যের পারাবারে স্বপ্নকে ছুঁতে
তার জন্যে না হয় প্রীত হলে ।।