আমি যতবার খুঁজি
তুমি ততবার আরও গভীরে লুকাও
যেন আলোর মধ্যে অহর্নিশি অন্ধকারের ছায়া
ক্রমশ জেগে ওঠা ভাবনার ব্যাকুলতা
চারিধার তারকাঁটায় ঘেরা


ক্ষনিকের অতিথি হয়ে
অন্ধকার সোহাগ করে মুছিয়ে দেয়
আমার ভিজে চোখের পাতা


বিষন্নতায় ক্লান্ত নীরবে দু-চোখ বুজি
আর ভাবতে ভাবতে ভেসে চলি
সাত সমুদ্র তেরো নদী
হাজার স্বপ্নের  ভিড়ে দিনগুলি মোর সোনার খাঁচায়
হয়তো আর রইল না


তবুওতো ভালোবেসে তোমাকে হারাতে পারি
ভালোবেসে ফিরেও যেতে পারি
জীবনের  অতীতে পবিত্র মাতৃগর্ভে
নিজেকে জয় করার গর্বে
ভালোবেসে মৃত্যুকেও ছুঁতে পারি ।।