বেড়াল ছানা  মাখছে ধুলো
গায়ের জোরে খেলছে হুলো
সঙ্গে সব নেংটি গুলো
সরাৎ করে পড়লো জলে
কাঁটছে সাঁতার  তবু ডুবছে জলে
গায়েতে চুলকানি প্যাচরা ফোড়া
খাচ্ছে কেমন আধপোড়া
যাচ্ছে সবাই বক্সি গঞ্জের পদ্মাপাড়ে
আনতে ইলিশ বস্তা করে
মাটির ঘরে জ্বলছে পিদিম
মাচায় ঝোলা  হরেক সিম
হচ্ছে সবই ঘোড়ার ডিম
কুকুরগুলো সঙ্গে এলো
গলার জোড়ে উর্দ্ধে ছুলো
আমোদ করে বেড়ান সবাই
লুটছে  দেখো বিত্ত মশাই ।।