উৎকন্ঠার সময়গুলো
রাখতে পারেনি কাউকে ভালো
দিগন্ত ছুয়ে গেছে অমৃত বিষের মিশ্রন
তবু এখনো আসেনি যুগান্তের পরিবর্তন
ঐ অমানিশার গাছটার নীচে
জমে আছে মেঘ বৃষ্টির করুন কাঁদাজল
বিষাদে পোড়া তীব্র অন্ধকার রাতে
কে যেন গায় উদাসী গজল
তীক্ষ্ণ  বঞ্চনার সময়কাল
জাগে স্ব্চ্ছ দেশে রক্তে ভেজা আঁসটে সকাল
প্রতিদিন রাত  আদিমতার শেষ প্রান্ত জুড়ে চলে
জারোয়া উল্লাস
স্ংগতে শক্ত চোয়াল জুড়ে
কর্কশ হায়নার নিশুতি ডাক
বলতে পারো
আটষট্টিতে পূর্ন এ কোন স্বাধীনতার ।।