তোমার ভিতর বইছে নদী নীল নির্জনে,
আমার নাম ধরে ডাকছে দূরের পানে।
বয়ে যাবো আমরা দুজন, ঐ সৃষ্টি সুখের পাড়ে,
ভোরের তরী ভাসিয়ে ছুটবো পারাবারে।
স্ব্প্নগুলো সাজিয়ে নেবো বসন্ত সৈকতে,
পূবের আলোয় লাখবে ভালো,
তোমার আমার স্পর্শগুলো, একলা নিভৃতে।


তোমার হৃদয় স্রোতে দুখের খনি,
ভাসিয়ে নিয়ে যাবে আমার সুখের স্রোতস্বিনী।
চোখের তারায় কথার  ভাষা আবেগ হলো,
সকালবেলা পাখির ডাকে ভোরের আলো,
এমনি করে তোমায় আরো বাসবো ভালো ।
সকল ভোরের শুভক্ষণে ।।