তুমি ভোরের ভৈরবী
আমি সন্ধের ইমন,
স্বরলিপি যেথায় মেশে
হয় শুদ্ধ ব্যকরণ ।
আমি বেদনার পঞ্চস্বরে,
তুমি রাগ বাহারে ।
রাতের নীরবতা স্পর্শ করে
দুরের পানে চেয়ে আছো কত আশায়,
আমি দিগন্তকে ছুয়ে রবো
তোমার ভালোবাসায় ।
তুমি চন্দন আমি জল,
তুমি মন আমি চঞ্চল ।
তুমি গাছ আমি ফুল,
তুমি আর আমি  নদীর দুকুল ।।