আমার ভালোলাগা বাংলাদেশ
ও পারেতে পদ্মার আবেশ
এ পারে ইছামতি
দাঁড়িয়ে দেখি দুই বাংলার ছবি
দেখার সাধ জাগে মনে
ও পারে ধানসিড়িটি আর চিত্রানদী
আমি বাংলাকে ভালোবাসি
আমাদের বাড়ি ছিলো ঢাকা বিক্রমপুর
গ্রাম গাউদিয়া লৌহজ্ং থানা
জানা নেই পুরো ঠিকানা
শুনেছি মাঝি নামে একজন কিনেছিলো বাড়িটি
আমাদের বাড়ীর ঠাকুর দালানে
দূর্গাপূজা হতো বড়ো ধুমধামে
সেখানে ভীষন মন টানে
ওপার এপার দুইবাংলা আমার প্রাণ
আমি বাংলাকে ভালোবাসি
বাংলাদেশ শ্রদ্ধা বরনীয়
বাংলাদেশ আমার প্রিয়
যেন রূপকথার মতো।।