ওপারের বন্ধুর কবিতার পাতা উড়ে এলো
পদ্মা মেঘনা হয়ে ধলেশ্বরীর বুকে
চৈতি রাতে মায়াবী স্বপ্নের আলো
এসে পড়ে নিবিঢ় মুগ্ধতার চোখে
মেঘের পালক উড়িয়ে এপার ছেড়ে ওপারে
সীমানায় বাঁধা নেই মানেনা নিয়মের শাসন
ওপারের মৃদুময় বাতাস কবিতায় যখন
জীবন রাঙা হলো সাহিত্য ব্যাকরণে
এপার ওপার দুইপার ভেসে যায় আব্বাসুদ্দিনের গানে ।।