শাশ্বত রাত্রি
দক্ষিণা হাওয়া
আকাশে চাঁদ তারা
মিটি মিটি জোনাকী,
ধ্রুপদের কথা শোনাতে
ভোরের কথা ভাবে ।
ফেলে আসা
সন্ধ্যের আঁধার,
যামিনী শুনায়
বেহাগের সুর।
ক্লান্ত দ্বিপ্রহরে
বলাকারা বলে গেছে
গোধুলির অবসানে,
সন্ধ্যের ইমন
গেয়ে ওঠে গানে
মাতাল সমীরণে ।।