তোমার মতো গড়তাম যদি সবুজ কালো পাহাড়
তোমার মতো সাজাতাম যদি সবুজ পাতার ঘর
ঐ আকাশটাকে ছুঁতাম আমি যেমন নদী বালুচর


তোমার মতো হতাম যদি দূরে তারার আলো
ভরিয়ে দিতাম তোমার খুশি বাসতাম আরো ভালো
বাদল মেঘের কাজল পরে তোমার মতো আঁকতাম যদি আঁখি
কৃষ্ণচূড়া পরশ মেখে পরিয়ে দিতাম রাখী


ঝরনা ঝড়ে পড়তো জোরে দুঃখের হৃদয় ভাসতো স্রোতে
প্রেম সাগরের জল
উড়িয়ে দিতাম বিছিয়ে দিতাম নীল আকাশের আঁচল ।।