দেহের মধ্যে বসত করে হৃদয় নামে জমি
তুই না থাকলে মানুষে মানুষে শস্য ফলে নাকি
হয় নাকি আবার সন্তান,তীর্থ রাশি রাশি
তাইতো তোকে ভালোবেসে জলের মতো
মিশে যাই জলে
হৃদয়ে বুনি বীজ পুষ্ট হয় দানা
তোর কাছেই প্রেম আমার
তোর কাছেই আনাগোনা


আমাকে তুই ফিরিয়ে দিস না
তোর লাগি হয় যদি মন বিবাগী
ক্ষেপা ক্ষেপে গেলে বিষাদ মনে
হবো শ্মশানবাসী
খাবো ভাঙ গাঁজা ছাই ভস্ম
নাচবো শুনে শিব তান্ডব
দগ্ধ করে দেবো আপন অঙ্গ তোর অঙ্গ ভাবি
তাড়িয়ে দেবো মুখের শত শত সত্য
ভুলেও ছল করে নিয়ে যাবো না তোকে
নয়তো রাবণের লঙ্কা
বুকে আসবি তো মা কালী সেজে
ফুরালে মনের খেদ, শঙ্কা
বল জয় মা কালী - বাজে ডঙ্কা
বল জয় মা কালী - বাজে ডঙ্কা


কবিতা : বল জয় মা কালী - বাজে ডঙ্কা
লেখক : অপূর্ব দাস