বৃষ্টি মানে তুমি আমি মন উদাস এক পাখি
ভিজতে ভিজতে একটি গাছে দুজন গিয়ে বসি।


বৃষ্টি মানে মাঠে ক্ষেতে পরাগায়ণ, গর্ভধারণ
ভীষণ গোপন কথাটুকু চোখ ভিজে সহমরণ


বৃষ্টি মানে তোমার ঠোঁটে শব্দের কোলাহল
হাতের উপর একটি গোলাপে বিন্দু বিন্দু জল।


বৃষ্টি মানে তোমার হাতে হাত ছুঁয়েছি যেই
দরজায় এসে দাঁড়ালো প্রেম আমার অজান্তেই।


বৃষ্টি মানে নতজানু সিক্ত ফুলে জল
আমার স্বপ্ন বাড়ি ফেরে হেঁটে মেঘ বাদল।


বৃষ্টি মানে জলের শব্দ ঘরে বাহিরে
মনের মাঠে ভারী বর্ষণ  ভারসাম্য খোঁজে।


বৃষ্টি মানে জলের পতন গা গতরে ঋজু
কাঁচাআমের নেশায় ভিজে কালো কিশোরী বধূ


বৃষ্টি মানে আটকে থাকে মেঘবন্দি সবুজ
পালক ভাঙা পাখিটা হয়ে যায় নিখুঁজ।


বৃষ্টি মানে ইস্টিশনে বাজে হুইসেল
ভিজে ভিজে তুমি আমি হাঁটি পথ রেল


বৃষ্টি মানে তোমার ভেতর ডুবে ডুবে স্নান
কৃষ্ণচূড়া কদম ফুলে মৃদু মৃদু ঘ্রাণ।


বৃষ্টি মানে কাঁথা মুড়ে নিঝুম রাতে ঘুম
গোপন প্রেমের স্মৃতি খুঁজে দুয়েকটা চুম।


কবিতা : বৃষ্টি মানে
লেখক : অপূর্ব দাস