এ হৃদয়ে মন্দির ছিল, ছিল পবিত্র কাবা
তুমি আসোনি বলে, আমার হয়নি তীর্থ যাত্রা।


এ হৃদয় এতদিন সবটা রেখেছি সাদা
তুমি ভালোবাসনি বলে
কলমের কালিতে লিখছি সব
কালো কবিতা।


যার ক্ষতি সেই জানে আর জানে ঐ যুবতী
মন্দিরে সে যায়নি আমার কাবা প্ৰিয় জান্নাতি।


ভালোবেসে ছিলো সে আমিও ছিলেম তাই
দুজন বসে মিলিয়ে দেখলাম
হৃদয়ের চেয়ে বড় মন্দির কাবা নাই।


কবিতা : জান্নাতি
লেখক : অপূর্ব দাস