ক.
বৃষ্টি পড়ে প্রেমিক পাড়ায় স্নিগ্ধ মেঘের সারি
বৃষ্টি পড়ে আমার মুখে তোমার উঠোন বাড়ি।
বৃষ্টি পড়ে সকাল দুপুর দরজা থাকে বন্ধ
বৃষ্টি পড়ে গাছের পাতায় তুমি হও প্রসন্ন
বৃষ্টি পড়ে পুকুর ক্ষেতে নিসর্গের সান্নিধ্যে
বৃষ্টি পড়ে প্রেমের উপর গদ্যে নয়তো পদ্যে।


খ.
বৃষ্টি নামে টিনের চালে শব্দ কলকল
ধবল মেঘে আকাশ চৌচির বর্ষা প্রবল
হৃদয় গাঙে ঢেউ তুলেছে বৃষ্টি পড়ার বাজ
আমার চোখে ভাসছে তোমার দুই নয়নের লাজ।
গ.
ভিজে যাচ্ছে আমার বাউল মন
ফিরতে চায়না আজ কারো ঘরে
ভালোবাসা কেঁপে উঠছে
তোমার উষ্ঠ অধরে।
ঘ.
বহতা নদী আজ জলে থৈ থৈ
দিগন্তব্যাপী মেঘের বিস্তার
জিভের ডগায় জলবতী যৌবনা বৃষ্টি
মুখে পুড়ে খুঁজি নিসর্গের স্বাদ তার।


ঙ.
আকাশ জুড়ে মেঘের ওড়াওরি
ছাদে ভিজছে তোমার নতুন শাড়ি
পাশে বসে মন খারাপ এক কাক
বৃষ্টির কানে ঢেলে দিচ্ছে রাগ।


চ.
বৃষ্টি মানে তুমি আমি মন উদাস এক পাখি
ভিজতে ভিজতে একটি গাছে দুজন গিয়ে বসি।


কবিতা : জিভের ডগায় জলবতী যৌবনা বৃষ্টি
লেখক : অপূর্ব দাস