তোমাকে দুই চোখে দেখলে ভরপুর
পুষে যায় সকাল বিকাল সারা দুপুর
একখন্ড হাসি নিয়ে হাঁটতে থাকি অমরত্বের পথে!
বুঝি হৃদয় ভীষণ চতুর প্রেমের জালে বেঁধে রাখে।

মেঘের বর্ণনায় জানালার মুখোমুখি সমুদ্র দেখায়, নদীর কথা বলে
পাখিদের আকাশ আমাকে শেখায় সাহস
অনুবাদ করি ফুল, প্ৰিয় মানুষ চলে আসে হৃদয়ে
তুমি কাছে আসবে তাতে বিজ্ঞান লাগে না, না লাগে রাত্রি প্রভাত
তুমি কাছে মানেই ভালোবাসায় বেড়ে যায় স্বাদ
কতগুলো স্বপ্ন দৌড়ে আসে ঝাঁপসা হয়ে উঠে বুকের ব্যথা
তুমি হেসে উঠলেই বুঝি
মনের কথায় ভরে গেছে টালিখাতা।

হরিণের গায়ে হলুদ কিরণ যাত্রাপথে পাখি নাড়ে লেজ
অব্যক্ত থেকে যায় স্বপ্নের কথা
স্মৃতির মলাট খুলে দেখি মনখারাপে হৃদয় ভরা
বিকালের রোদ্দুর শ্বাসরুদ্ধ  
তোমার রূপের তাপে আয়নাও তছনছ
চোখে চোখ রাখা এখন দায়
ভালোবাসা হাতছানি দিয়ে তবু ডাকছে আমায়।

তুমি হৃদয়ে অগ্নিশিখা দেহের ভিতরে গরম ভাত
অবুক্ত থাকে না কোনো পুরুষ,আমার জন্মের উৎসও ছিলো নারীর সহবাস।
গাঙ্গের জলে মাছ হয়ে থেকে গেছি বহু বছর
তোমার কুঁড়িয়ে পাওয়া নুপুরের কাছে।

এখন মানব জনম নিয়েছি
তোমার বুকেই ঘুমিয়ে থাকবো মৃত্যু অব্দি
বারবার রাশি পরিবর্তন ঘটবে আমার
তুমি প্রতিবারই ভেবে নিবে নতুন প্রেমিক তোমার।