ভেবেছো আমায় তুমি আকাশের মত বিশাল বড়
এনে দেবো তোমায় চন্দ্র হাজার তারার খনি
কি করে বুঝাবো বল তোমায় আমি
আমার আছে শুধু ফুলের মত ছোট্ট হৃদয়খানি।
সামান্য মানুষ আমি বৃক্ষের মত বাঁচি
করিনা কারো কোন অপকার
তোমার চোখের কোনে হাজার স্বপ্ন বুনে দামি গাড়ি স্বর্ণ অলংকার
নিজেকে বিকিয়ে পারবো না তোমায় দিতে ঝিনুকের হৃদয় হতে মুক্তখানি।
আমার টাকায় যায় না কেনা মাস শেষে এক জামদানি
টুকরো কাগজের মত আমি শুধু উড়ি
সাজাতে পারি না মনের ফুলদানি
তুমি শুধু বায়না কর আকাশ দেখো না
আমার দুচোখ ভরা পানি।