আর্তি পুনরায় ___/

কুহকিনী ডেকে সাড়া এক সতেজ পুঞ্জে
নিকুঞ্জে তার বিরহিত প্রাণ, কুহক কোথা?
হরষে বরষে সেই টাপুরটুপুর মম উদ্যম
নিভৃতে সখা লুকায়ে অশ্রু নীরবে সেথা।

ধরিত্রীর সাবিত্রী করে একা দুঃখ বিলাস
উপহাস তব তার রটায়েছে লক্ষ্মী ছাড়া।
পেয়ারি সে জন আপন ভূমে মহিমা-দ্যুতি
বোঝে না কেউ খোঁজেও না সে হতচ্ছাড়া।

প্রীয়তী হয়েও অবহেলা পায় সময়ের দাম
দরদাম যতসব কাটে বন্দী রূপে নিয়মিত।
সঙ্গী যদি সোহাগি না হয়ে কইলো কথা
কে করবে না উজাড়ে নিজেরে ইতস্তত?

ভালোবাসা সে-তো নিরবধি আগলে থাকে
বাঁকে মিলায় অভিযোগ যত সংসার জীবন।
তিতিক্ষার চিত্রে মুছে গেলে কাজল রেখা
দু'চোখে চেয়ে পরে হতে পারবে আপন?

ফিরে এসো সখা
ঘুচাও একাকীত্ব।

কলমেঃ কাবলিওয়ালা (১৫-০৪-২০২৫ রাত্রে)
© www.bangla-kobita.com/Kabuliwalah