তুলনা____/

কত বেলা বয়ে গেল,
কর্মযজ্ঞের অযুহাতে দেখাই ব্যস্ততা মনে।
বিক্ষিপ্ত মনোযোগের মাঝে স্থির থাকো তুমি
যেমন, মা'র হাতের কালির টিপ কপালের কোণে।

এত প্রগাঢ় কেনো হলে প্রিয়-
হলে অহর্নিশ ধুঁকতে থাকা হৃদপিণ্ডের প্রাণ?
এক জীবনের আয়ু ফুরায় সময়ের সাথে সাথে
মোমের বাতি নিভলেই শেষ, বাড়াবে না আনচান।

পুনর্জন্মের কোনো নিশ্চয়তা নেই,
ফিরে পাবার তেষ্টায় অনর্থক করিনি প্রেমের সঞ্চয়।
সবটা তোমার যা আছে- শুধু অধিকার চেয়ে নাও
ডুব সাঁতারে করলে পরে অতলের গভীরতা নির্ণয়।

নাকি মানের ছলে গোমড়ামুখি-
অযত্নের ছাপ পড়েছে স্নিগ্ধ সুষমা জুড়ে?
গোছের আঁচল গড়ালো গিয়ে জমিনের বুক-
সাদা শিমুলের তুলো হয়ে দেখো চুলগুলো উড়ে!

কেনো এতো বিষন্ন ওগো জ্যোতির্ময়ী-
পুরুষ আমি, নাভিশ্বাস উঠে তবু ক্লান্ত হতে মানা।
তোমারে সেবিতেই আমার এত আয়োজন
কেনো তবে অজুহাতে নিজের যত্ন নাও না?

আমি যে আহত হই মুখপানে চেয়ে
দেখাতে পারি না রক্ত ক্ষরণ ঝরছে রাশি রাশি।
রাজকীয় অভ্যর্থনায় সাজাতে পারিনি
এর মানে এই নয় কম ভালোবাসি...........

____কাবলিওয়ালা (০৪-০২-২৫ দুপুরে)