আজ ইচ্ছে গুলি হায়-
হঠাৎ করে মুক্ত হাওয়ায় ভাসতে কেনো যায়;
স্বপ্ন গুলো উড়তে উড়তে-
ভাবনা হয়ে চায় কেনো মনমেঘে জুড়তে?
হয় যে কেনো কথার-পাহাড় আমার, বাকরুদ্ধ আজ;
পরদৃষ্টি কেনো ভাংতে চায় আমার চোখ ঘেরা অপরিশুদ্ধ  কাচ;
থামছে কেন থামছে, আজ আমার মুখ ফোটা হাসির ঝড়-
ঘামছে কেনো ঘামছে,নিথর ক্লান্তিতে বারেবার সুখ জোটা অভিলাষীর ঘর?
বুঝি আসবেনা আর-
সুখের মধু খুজতে ছন্নছাড়া প্রজাপতি টা আরেকবার!
আসবে কখন আসবে আবার?
লগন সেই আনন্দ-স্মৃতি ফিরে পাবার।