আজ আমি দেবো পাড়ি,বিশাল আকাশ-বাড়ি -
ইচ্ছে আমার বড্ড-ভারী,আমি হবো নভোচারী,
বানিয়ে আমি মেঘের ভেলা,চড়বো সারা বেলা-
বৃষ্টির সাথে করবো খেলা ,আর তুফানেরে করিবো অবহেলা ;
বিপত্তি রে করবো জয়,আমার যা হবার হয় –
কাটিয়ে সকল ভয়,করবো আকাশ বিজয়.।
আমি গুনবো নিশির তারা,দেখবো জ্যোৎস্না ধারা ,
ঘুরবো আকাশ-পাড়া,পাখির পাখা ছাড়া ।
ছোবো আকাশ মেঘ,বাড়িয়ে মনঃ আবেগ,
হাওয়া টারে দেবো চেক,বাড়ায় যদি বেগ।
আমি বানিয়ে অাকাশে ঘর,রবো বছর-বছর,
হয় ও যদি কিছু সময় অন্তর-অন্তর ,তুফান-বৃষ্টি-ঝড়।