যখন কিশোর ছিলাম আমি ,বৃদ্ধ আমার বাবা-
হয়নি তখন আমার কিছু তারে নিয়ে ভাবা(ভাবনা);
বয়স টা বাড়তে  আমার, দিলাম পা যবে যৌবনে-
বৃদ্ধ হবো আমি ও একথা না আসিলো তবু ও  মনে;
করিলাম কতো অবহেলা,কতো করিলাম অপমান,
কহিলো না উত্তরে কিছু,শুনিলো সব ই পাতিয়া শুধু কান;
সহিলো মনে বাবা সকল অসহ্য কথা-
নিলো মানিয়া ভাবিয়া আপন নিরক্ষতা;
ছেলে আমি এখন বুঝি তার আছি যৌবন বেগে-
বলছি যা করছি যা সব ই অশোভন আবেগে;
চাহিলো মনে বাবা শুধু একদিন বৃদ্ধ আমিও যেনো হই,
তবে যেনো তাহার মতন এতো কষ্ট নাহি আমি সই;
বাবার মতো বৃদ্ধ হবার  ইচ্ছে আমার  বড়োই-
সব সন্তানের মতোই আমি,উজ্জ্বল আগামী বরাবরই ;