অনুকাব্য-৫


ইসলামিক সংস্কৃতি হোক প্রচার-
মুছে গিয়ে কু-সংস্কার ।
হৃদয়ে জাগিয়ে আল্লাহর ভয়-
কৃ-প্রবৃত্তির সাথে করবো লড়াই,আনবো ছিনিয়ে জয়।


অনুকাব্য-৬


বিকেল গড়িয়ে আজ ঐ দূর-দিগন্তে;
নামিলে আঁধার,জাগিলে মৃদু সন্ধ্যে।
সূর্য মামা পড়িয়াছে ঢলে আকাশ পানে-
ধীরে ধীরে দিন শেষে রাতের আহ্বানে।


অনুকাব্য-৭
কিছু কথা হোক না গোপনে-
মনের সাথে মনে।
আর কিছু কথা ক্ষণে-ক্ষণে;
জানুক সর্বজনে।


অনুকাব্য-৮
সকালটা শুরু হোক-
ভিজিয়ে দু'টি চোখ;
মসজিদে ছুটে-
সিজদায় লুটে।