অনুকাব্য-১


অতঃপর যখন বেলা ফুরোয়-
আমি টা আমার ই রয়;
স্বপন বাচেঁ-
আপন মাঝে;
অন্য কারোর নয়।


অনুকাব্য-২


আছি আমি হায় আছি যে কোথায়-
এ সে কোন অদ্ভুত দুনিয়ায়;
যে মাটি কাদায় আমায় সেই মাটি-ই হাসায়;
শুধু মাটির রুপখানা টাই বদলায়।


অনুকাব্য-৩


আজ গুছিয়ে নিতে আমায় আমি হয়েছি ভীষণ ক্লান্ত-
স্বপ্ন ছোয়া দুরন্ত সব আবেগগুলো রয়েছে বড্ড শান্ত।
কোথায় গেলে কোন সে বিকেলে পাবো সুখের দেখা-
কিসের টানে কোন সে অভিমানে লাগছে বড়ো একা।


অনুকাব্য-৪


কিছু মানুষ আছে মানুষের মত নয়-
তবু মানুষ কেনো তাদের মানুষ কয়;
মনুষত্বেই যে হয়-
মানুষের পরিচয়।