আমি বুনছি  স্বপ্ন কতো স্বপ্ন আমি নিদ্রার ছলে-
ঘুম ভাংতেই রোজ সব ভেসে যায় জলে;
আমি আজ, এই এখন বদলে নিবো আমায়-
কিন্তু এ কি হায়,সময় তো চলে যায়;
নিজেকে বদলানো হয় নাতো আর-
আরেকটু সুযোগ চাই, আরেকটিবার;
আমার ওপর ভর করেছে আজ, আলসেমির ভার-
এই সময় হারানোর দায়,বলো কে নিবে কার?
দে না  কেউ দে আমায়, তোর স্বপ্নের একটু ভাগ -
আমার লক্ষ্য নাহয় আজ নির্ভেদ হয়েই থাক ;
জগৎ নাহোয় ভাবুক মোরে তুচ্ছ একটু তুচ্ছ -
আমার তো আছে ভাই অমূল্য সব ইচ্ছেগুচ্ছ;
না হয় তাদের উড়িয়ে, আমি খুঁড়িয়ে খুড়িয়ে দিলাম কাটিয়ে আমার বাকিটা জীবন-
আমার দেহের ঘাম ঝড়াতে আমি যে বড্ড কৃপণ।